ব্রেকিং নিউজ
মৌলভীবাজারের সাবেক এমপি জিল্লুর রহমানের ছোট ভাই গ্রেফতার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ১৪৮২ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মৌলভীবাজার রাজনগ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানের ছোট ভাই আতাউর রহমান (৪৬)কে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (১১ অক্টোবর ) রাত দেড়টার দিক শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আতাউর রহমান রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত: মছব্বর মিয়ার ছেলে।
মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

ট্যাগস :