ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতার ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত আজ নায়ক সালমান শাহ হারানোর ২৯ বছর কমলগঞ্জে লোহার খুঁটি দিয়ে যাতায়াতের সড়ক বন্ধ করায়  এলাকাবাসীর মানববন্ধন আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার কার্যকরী কমিটির দায়িত্বশীল সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর ওপর হামলা,আহত-৪,দোকান ভাংচুর,টাকা লুট আওয়ামীলীগ পালায় না,শেখ হাসিনা পালায় না কোথায় এখন? প্রশ্ন রাখেন মেজর হাফিজ সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে কর্মসূচি শ্রীমঙ্গলে অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মৌলভীবাজার জেলার ৬৭ টি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে হবে জেলা প্রশাসক ইসরাইল হোসেন

যানজটে ডিআইজি, ওসি হাসিমকে প্রত্যাহার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ১০০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) জেলা পুলিশ সুপার (ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) ফারুক আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে কারণ উল্লেখ করা হয়নি আদেশে।

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে কোম্পানীগঞ্জ এলাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তিনি ব্যাপক যানজটের কবলে পড়েন। প্রায় ৩০ মিনিট যানজটে আটকা থাকার পর বিষয়টি তিনি কুমিল্লা পুলিশ সুপারকে অবহিত করেন। এ ঘটনার পরই মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে এ আদেশ হয়েছে তা আমাদের জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনো সময় যে কাউকেই বদলি করতে পারেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।

মুরাদনগর থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ডিআইজি স্যার ওই সড়ক পথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। তাছাড়া এই মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলেন। তারপরও আমি খবর পেয়ে যানজট নিরসনে যাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যানজটে ডিআইজি, ওসি হাসিমকে প্রত্যাহার

আপডেট সময় ০৬:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) জেলা পুলিশ সুপার (ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) ফারুক আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে কারণ উল্লেখ করা হয়নি আদেশে।

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে কোম্পানীগঞ্জ এলাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তিনি ব্যাপক যানজটের কবলে পড়েন। প্রায় ৩০ মিনিট যানজটে আটকা থাকার পর বিষয়টি তিনি কুমিল্লা পুলিশ সুপারকে অবহিত করেন। এ ঘটনার পরই মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে এ আদেশ হয়েছে তা আমাদের জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনো সময় যে কাউকেই বদলি করতে পারেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।

মুরাদনগর থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ডিআইজি স্যার ওই সড়ক পথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। তাছাড়া এই মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলেন। তারপরও আমি খবর পেয়ে যানজট নিরসনে যাই।