যুব গার্লস গাইড বাংলাদেশ স্কাউটস এর স্বেচ্ছাসেবকদের নিয়ে টাইফয়েড টিকা দেওয়ার বিষয়টি ওরিয়েন্টেশন কর্মশালা
- আপডেট সময় ০৬:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৯০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলবাজার জেলা তথ্য অফিসের বাংলাদেশ প্রশিক্ষণ শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উন্নয়নমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের উদ্যোগ ইউনিসেফের আর্থিক সহায়তাবি জেলা সাময়িক যুব গার্লস গাইড এবং বাংলাদেশ স্কাউটস এর স্বেচ্ছাসেবকদের নিয়ে টাইফয়েড টিকা দেওয়ার বিষয়টি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে জাতীয় মহিলা সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রধান প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইসরাইল হোসেন।
উপস্থিত ছিলেন, (ভারপ্রাপ্ত) সির্ভিল সার্জন ডাঃ বর্নালী দাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তানভীর আহম্মদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কিশলয় চক্রবর্তী,সহকারী,প:প: কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা,জেলা তথ্য অফিসারআনোয়ার হোসেন,ইউনিসেফ প্রতিনিধি ও সিলেট ও WHO-প্রতিনিধিরা।
ভিডিও কলে বক্তব্য রাখেন,গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন।
অরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জন স্কাউট ও গার্লস গাইড তুরুণ ভালান্টিয়ার অংশ গ্রহণ করেন।




















