যুব সমাজ হচ্ছে পরিবর্তনের মূল,৩৬ জুলাইয়ে যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য: আব্দুল মান্নান

- আপডেট সময় ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মান্নান বলেছেন, যুব সমাজ হচ্ছে সব পরিবর্তনের মূল, এই ৩৬ জুলাইয়ে যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য। সুতরাং আগামীতেও চাঁদাবাজ জুলুমবাজ মুক্ত ন্যায়া ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আপনারা যদি ভূমিকা রাখেন, তাহলে ইনশাল্লাহ এই দেশ একটি সুন্দর সোনালী সমাজে গঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুরে ফায়ার ক্লাবের আয়োজনে লিজেন্ড স্পোর্টস এরিনা ইনডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই কথাগুলো বলেন তিনি।
যুবকদের উদ্দেশ্য আব্দুল মান্নান আরো বলেন, আপনারা দুটি দলই অনেক ভালো খেলেছেন। খেলাতে হার এবং জিত রয়েছে একটি দল বিজয়ী হবে এবং অপরটি পরাজিত হবে এটাই স্বাভাবিক। আমরা উভয়কেই মোবারকবাদ জানাচ্ছি। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনারা আগামীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ও খেলার সুযোগ পাবেন এবং এই মৌলভীবাজার জেলার মুখ উজ্জ্বল করতে পারবেন আমার এই আত্মবিশ্বাস জন্মেছে আপনাদের এই খেলা দেখে।
ফায়ার ক্লাবের উপদেষ্টা মো: মোতাহির আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিটিউটর এড. আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী আব্দুল কাদের রতনসহ আরো অন্যান্য।
