যুবদলের যুগ্ম আহবায়ক বহিস্কার

- আপডেট সময় ০৬:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৮৭৩ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি- মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এবিষয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি রোববার(১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
