ব্রেকিং নিউজ  
                            
                            রাজনগর থানা পরিদর্শনে আ্যডিশনাল ডিআইজি
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১১:২২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
 - / ৫৮৮ বার পড়া হয়েছে
 

বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজারের রাজনগর থানা পরিদর্শন করলেন নাবিলা জাফরীন রীনা, অ্যাডিশনাল ডিআইজি(এএন্ডএফ), সিলেট রেঞ্জ,।
বুধবার ২৫ জানুয়ারি রাজনগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
এসময় মোহাম্মদ জাকারিয়া পুলিশ সুপার, মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল উপস্থিত ছিলেন।
নাবিলা জাফরীন রীনা, অ্যাডিশনাল ডিআইজি(এএন্ডএফ), সিলেট রেঞ্জ আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সুসজ্জিত প্যারেড দলের মাধ্যমে অফিসার ইনচার্জের নেতৃত্ত্বে পরিদর্শন সালামি প্রদান করা হয়।
অ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার-পত্রাদি সমূহ ও থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং থানার সকল অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












