রাজনগর মুনিয়া নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

- আপডেট সময় ১০:০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ৬৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুনিয়া নদী থেকে ফজল মিয়া (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার হয়।মারা যাওয়া ফজল মিয়া ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ফজল মিয়া নিখোঁজ হন। বুধবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন নদী থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
রাজনগর থানার ওসি মো: নজরুল ইসলাম মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
