রাজনগরে পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃ-ত্যু

- আপডেট সময় ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১১৮১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অজ্ঞাত পিকআপ ভ্যানের ছাপায় ফারুক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমবাগ জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ফারুক মিয়া সিলেটের ঘাসিটোলা এলাকার বাসিন্দা সে দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করত।
স্থানীয়রা জানান সকালে ফারুক মিয়া কাজে যেতে বের হন এ সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান পশ্চিমভাগ এলাকায় তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায় । পরের স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমকে জানান সে দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকায় কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করত এবং বেতের কাজ করত আজ সকালে কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
