রাজনগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -২
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ২৮৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
রোবার রাতে অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও এসআই মো: কামাল উদ্দিন গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর উপজেলা সদরের দত্তগ্রামের (ময়নার দোকান) এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন এর আলেয়া ফার্ণিচার মাট নামক ফার্ণিচারের দোকান থেকে মাদক কারবারি আলী হোসেন (৩৫) ও সুমন মিয়া(২৬) আটক করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ১৮০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, সোমবার আটকৃত দুজন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা নং-২৪, তারিখ: ২৯/০৮/২০২২ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইন ২০১৮ সনের ৩৬(১) টেবিল ১০(ক) রুজু পূর্বক মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)