ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাতে মা-বাবার সঙ্গে ঝগড়া,সকালে মিলল ঝুলন্ত লাশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

রাতে মা-বাবার সঙ্গে ভাত নিয়ে সজল বাউরির (২০) ঝগড়া হয়। পরদিন সোমবার (২২ এপ্রিল) সকালে চা বাগানের গাছে মিলল তার ঝুলন্ত লাশ।

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকার ৮ নম্বর সেকশন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সজল বাউরি ওই বাগানের চা শ্রমিক চুন্নু বাউরির ছেলে। স্থানীয়রা জানান, রাতে বাবা-মার সঙ্গে ভাত নিয়ে ঝগড়া হয় সজল বাউরির। আমরা ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সঙ্গে তার মরদেহ দেখে তার মা-বাবাকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল বলেন, বাগানের ৮ নম্বর সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া সজল বাউরির মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাতে মা-বাবার সঙ্গে ঝগড়া,সকালে মিলল ঝুলন্ত লাশ

আপডেট সময় ১১:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

রাতে মা-বাবার সঙ্গে ভাত নিয়ে সজল বাউরির (২০) ঝগড়া হয়। পরদিন সোমবার (২২ এপ্রিল) সকালে চা বাগানের গাছে মিলল তার ঝুলন্ত লাশ।

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকার ৮ নম্বর সেকশন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সজল বাউরি ওই বাগানের চা শ্রমিক চুন্নু বাউরির ছেলে। স্থানীয়রা জানান, রাতে বাবা-মার সঙ্গে ভাত নিয়ে ঝগড়া হয় সজল বাউরির। আমরা ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সঙ্গে তার মরদেহ দেখে তার মা-বাবাকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল বলেন, বাগানের ৮ নম্বর সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া সজল বাউরির মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।