ব্রেকিং নিউজ
রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা`
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে বুধবার ( ৬ নভেম্বর) (প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া) কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা` মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ‘সমাধান কথা` অনুষ্ঠানের আজকের বিষয় ছিল শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা।
রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মো: জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন শুনানো হয়। প্রতিবেদনের উপর ভিত্তি করে অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে মাইজপাড়া এলাকার জনসাধারণ সরাসরি অতিথিদের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।
আলোচনা শেষে চারজন অতিথি মাইজপাড়া এলাকার জনসাধারণকে চারটি প্রতিশ্রুতি দেন এবং এসব সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন , ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪.কম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন, নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা।অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- এ পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম।বর্তমান বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত।বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উন্নতি ও উন্নয়নের জন্য অপরিহার্য।দেশকে দ্রত উন্নতি ও সমৃদ্ধির পথে নিতে হলে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষার প্রসার একান্ত জরুরি।
ট্যাগস :