রোববার কুলাউড়ায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

- আপডেট সময় ০৫:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল রবিবার (২৫ মে) দিনব্যাপী সফরে নিজ উপজেলা কুলাউড়ায় আসছেন। সফরকালে তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ শনিবার ২৪ মে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো ইয়ামির আলী জানান,দেশব্যাপী জামায়াতে ইসলামী যে গণসংযোগ কার্যক্রম চালাচ্ছে, তারই অংশ হিসেবে আমিরে জামায়াত এ সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাজার এম এন এইচ কমিউনিটি সেন্টারে মহিলা সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর ১১টায় কুলাউড়া শহরের দখিণা দাওয়া হলে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলা চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় শমশেরনগরে, সন্ধ্যা ৭টায় শরীফপুরে এবং রাত সাড়ে ৮টায় হাজীপুরে আরও তিনটি মতবিনিময়সভা ও সমাবেশে অংশ নেবেন ডা. শফিকুর রহমান।
