লাউয়াছড়া বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্বার
- আপডেট সময় ১২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৭২৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে এক যুবকের লাশ উদ্বার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্বারকৃত মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার বলেন, লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।
লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।