লাউয়াছড়ায় গাছ উপড়ে পড়ল সড়কে,রক্ষা পেয়েছেন যাত্রীরা

- আপডেট সময় ০৩:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ৪১২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে সড়কে। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি অটোরিকশা।
মঙ্গলবার (৮ আগস্ট)সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতে বেলা ২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক এলাকার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের উপর একটি গাছ শেকড় থেকে উপড়ে বিদ্যুত সঞ্চালন লাইনের তার ছিড়ে সড়কে পড়ে।
আকস্মিকভাবে শেকড় থেকে গাছ সড়কে পড়লে এ সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা সড়কে পড়া গাছ কেটে সরানোর পর এ পথে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রধান ফটক এলাকায় গুড়া থেকে একটি গাছ উপড়ে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের উপর পড়ে। এসময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এ পথে যাচ্ছিল। গাছটি কাত হচ্ছে দেখতে পেয়ে সিএনজি অটোরিকশা চালক আকস্মিকভাবে সিএনজি অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করে গাছের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকেন। ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালকসহ ৫ জন যাত্রী। এ ঘটনার পরপর সড়কের পড়ে থাকা গাছের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা এসে পড়া গাছ কেটে সরানোর পর এ সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ এলাকার কর্মীরা মিলে সড়কে পড়া গাছ কেটে অপসারণ করেছে।
