ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিএনপি সময়ের হাসপাতালের যন্ত্রপাতি নিয়ে গেছে আওয়ামী লীগ” – নাসের রহমান মৌলভীবাজারে বাজারে বাজারে জনসংযোগে নাসের রহমান বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি, জনতার ঢল হেক্সাস এবং বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্দোগে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএল এক্সাম সেন্টার জুড়ী মানবিক সোসাইটির উদ্যোগে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত সময় ও সম্পদের কুরবানী দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। -মাওলানা হাবিবুর রহমান দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন কোটচাঁদপুর সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেন ব্যারিস্টার কাজল মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ শেরপুর ইয়াবাসহ এক যুবক গ্রে ফ তা র

লাখাইয়ে গনপিটুনি দিয়ে গরু সহ তিন চোরকে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • / ২৭৪ বার পড়া হয়েছে

এম এ ওয়াহেদঃ লাখাইয়ে পৃথক দুইটি ঘটনায় গণপিটুনি দিয়ে গরু সহ তিন চোরকে পুলিশে সোপর্দ বাদী ও এলাকাবাসী।

লাখাই থানা সুত্রে জানা যায় মঙ্গলবার (৯ এপ্রিল)  গোয়াকারা গ্রামের  ও ভাদিকারা গ্রামের বাদীগন তাদের দুইটি গরু হাওড়ে ঘাস খাইতে দিলে পরবর্তীতে গরু না পেয়ে গোয়াকারা গ্রামের বাদী জানতে পারে করাব ইউনিয়নের হরিণাকোণা গ্রামের লোকজন একটি গরু সহ  সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে এনামুল হক (৩২)কে গণপিটুনি দিয়ে গরু সহ আটক করেছে।

 

বাদী তার গরু সনাক্ত করে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ এর নিকট সোপর্দ করে। এবং অপর আরেকটি ঘটনায় ভাদিকারা গ্রামে আসমত নগর বন্দে বাদীর একটি গরু ঘাস খাওয়ার জন্য বন্দে গরুটি ডিগরা দিয়ে বাড়ী চলে আসে এবং দুপুর বন্দে গিয়ে দেখে তার গরুটি নেই। সাথে  সাথ গরুটির খুঁজে সাতাউক  গ্রামের বন্দ থেকে লক্ষীপুর টু ধরমন্ডল যাওয়ার রাস্তায় দেখতে পায় ৪/ ৫ জন লোক তার গরুটি নিয়ে যাইতে দেখে সুরচিৎকার শুরু করে আশ পাশের লোকজনের সহায়তায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রেনু মিয়ার ছেলে শাকিল মিয়া (৩০)  ও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মোছন মিয়ার ছেলে এনাম মিয়া ওরফে এনামুল হক কে গরু সহ আটক করে লাখাই থানায় সোপর্দ করি।

এ ঘটনায় থানায় গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।  উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস  ও পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ এর সাথে যোগাযোগ করলে তারা এ প্রতিনিধিকে জানান এ দুইটি চুরির ঘটনায় পৃথক পৃথক দুইটি মামলা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে আলাপ করলে আসামী আটক ও মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামীদের কে বুধবার (১০ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাখাইয়ে গনপিটুনি দিয়ে গরু সহ তিন চোরকে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৭:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

এম এ ওয়াহেদঃ লাখাইয়ে পৃথক দুইটি ঘটনায় গণপিটুনি দিয়ে গরু সহ তিন চোরকে পুলিশে সোপর্দ বাদী ও এলাকাবাসী।

লাখাই থানা সুত্রে জানা যায় মঙ্গলবার (৯ এপ্রিল)  গোয়াকারা গ্রামের  ও ভাদিকারা গ্রামের বাদীগন তাদের দুইটি গরু হাওড়ে ঘাস খাইতে দিলে পরবর্তীতে গরু না পেয়ে গোয়াকারা গ্রামের বাদী জানতে পারে করাব ইউনিয়নের হরিণাকোণা গ্রামের লোকজন একটি গরু সহ  সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে এনামুল হক (৩২)কে গণপিটুনি দিয়ে গরু সহ আটক করেছে।

 

বাদী তার গরু সনাক্ত করে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ এর নিকট সোপর্দ করে। এবং অপর আরেকটি ঘটনায় ভাদিকারা গ্রামে আসমত নগর বন্দে বাদীর একটি গরু ঘাস খাওয়ার জন্য বন্দে গরুটি ডিগরা দিয়ে বাড়ী চলে আসে এবং দুপুর বন্দে গিয়ে দেখে তার গরুটি নেই। সাথে  সাথ গরুটির খুঁজে সাতাউক  গ্রামের বন্দ থেকে লক্ষীপুর টু ধরমন্ডল যাওয়ার রাস্তায় দেখতে পায় ৪/ ৫ জন লোক তার গরুটি নিয়ে যাইতে দেখে সুরচিৎকার শুরু করে আশ পাশের লোকজনের সহায়তায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রেনু মিয়ার ছেলে শাকিল মিয়া (৩০)  ও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মোছন মিয়ার ছেলে এনাম মিয়া ওরফে এনামুল হক কে গরু সহ আটক করে লাখাই থানায় সোপর্দ করি।

এ ঘটনায় থানায় গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।  উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস  ও পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ এর সাথে যোগাযোগ করলে তারা এ প্রতিনিধিকে জানান এ দুইটি চুরির ঘটনায় পৃথক পৃথক দুইটি মামলা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে আলাপ করলে আসামী আটক ও মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামীদের কে বুধবার (১০ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।