লাখাইয়ে চোর প্রতিরোধে ভাঙারী ব্যসায়ীদের সাথে ওসি’র মতবিনিময়
- আপডেট সময় ১২:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১৬৮ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদঃ লাখাইয়ে চোর প্রতিরোধে লাখাই উপজেলার সকল ভাঙারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের। শনিবার (১১ মে) সকাল ১০টায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর কার্যালয়ে লাখাই উপজেলার সমস্ত ভাঙারী ব্যবসায়ীদের সাথে চোরাই মাল ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে ভাঙারী ব্যবসায়ীদের কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ভাঙারী ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন যখন কোন ব্যক্তি কোন বস্তু বিক্রয় করতে আসবে প্রথমেই বিক্রয়কারী বিক্রয়কৃত মালামাল সহ ঔ ব্যক্তির ছবি তুলে সংগ্রহ করে রাখার পরামর্শ দেন এবং যদি কোন বিক্রয়কারী কোন বস্তু বিক্রয় করতে আসে এবং আপনাদের সন্দেহ সৃষ্টি হয় তাৎক্ষণিক থানায় খবর দেয়ার জন্য নির্দেশ দেন। মতবিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক, স্বজগ্রাম তদন্ত কেন্দ্রের এ এস আই শামসুজ্জামান, মৌলভীবাজার ২৪ ডককম অনলাইন পোর্টাল এর প্রতিনিধি এম এ ওয়াহেদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলার ১৫ জন ভাঙারী ব্যবসায়ীগন।