ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা কাল আসছেন মৌলভীবাজারে তারেক রহমান জনসভায় লাখো মানুষের সমাবেশ মৌলভীবাজারে বিএনপির ১০ নেতাকে অব্যাহতি জাতীয় শিক্ষা সপ্তাহ আবৃত্তি-তে ‘গ’ বিভাগে দেশ সেরা মৌলভীবাজারের মেয়ে তুলনা ধর তুষ্টি কোটচাঁদপুরে শুভ উদ্বোধন হলো কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ মাঠেই মাগরিবের নামাজ আদায় করলেন এম নাসের রহমান

শনি ও রবিবার হরতাল ডাকল বিএনপি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪৭২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগের দিন শনিবার সকাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

রোববার সারা দেশে সংসদ নির্বাচনের ভোট হচ্ছে, তবে এতে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পর দিনও হরতাল করবে তারা।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টানা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি থাকবে।

ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে হরতাল, অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার এবং সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে কর্মসূচি পালন করছিল বিএনপি ও সমমনা দলগুলো।

তবে এক পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে তারা। এখন ওই কর্মসূচির পর আবার পুরোনো কর্মসূচি অর্থাৎ হরতালে ফিরে গেল বিএনপি। দলটির ডাকা হরতাল-অবরোধে ঢাকাসহ সারা দেশেই গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে গত অক্টোবরের শেষ দিক থেকে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ভোটের প্রচার চলছে এখন। ভোট হবে ৭ জানুয়ারি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শনি ও রবিবার হরতাল ডাকল বিএনপি

আপডেট সময় ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগের দিন শনিবার সকাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

রোববার সারা দেশে সংসদ নির্বাচনের ভোট হচ্ছে, তবে এতে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পর দিনও হরতাল করবে তারা।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টানা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি থাকবে।

ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে হরতাল, অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার এবং সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে কর্মসূচি পালন করছিল বিএনপি ও সমমনা দলগুলো।

তবে এক পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে তারা। এখন ওই কর্মসূচির পর আবার পুরোনো কর্মসূচি অর্থাৎ হরতালে ফিরে গেল বিএনপি। দলটির ডাকা হরতাল-অবরোধে ঢাকাসহ সারা দেশেই গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে গত অক্টোবরের শেষ দিক থেকে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ভোটের প্রচার চলছে এখন। ভোট হবে ৭ জানুয়ারি।