শনিবার সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) ‘রাজাপুর সেতু’ এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে ৩ ইউনিয়নবাসী। এদিন সকাল ১০টায় হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
৩৮ কোটি টাকায় নির্মিত সেতুটি চালু হওয়ার আগেই বালু মহালদাররা সেতু সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের কারণে বর্তমানে সেতুটি ধসে যাওয়ার আশঙ্কায় রয়েছে।
আয়োজকরা জানান, রাজাপুর সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে বালুমহাল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর ও ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিনের অবহেলিত দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে উপস্থিত হয়ে সফল করার আহবান জানান ।
প্রায় ৪ বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়ক এখনও পর্যন্ত নির্মিত না হওয়ায় ৩ ইউনিয়নের বাসিন্দারা উপজেলার সাথে যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
