শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল
- আপডেট সময় ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে

আধিপত্যের বিরোধী জুলাই বিপ্লবী যোদ্ধা শরিফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল এর আয়োজন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় স্থানীয় জামে মসজিদ নামায শেষে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন সাবেক জেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সুয়েব।
উক্ত মাহফিল পরিচালনা করেন জেলা সভাপতি জনাব ফরিদ উদ্দিন, এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক জনাব ইউসুফ ইসলাহি।এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ, সাবেক জেলা সভাপতি আজিজ আহমদ কবরিয়া,আব্দুল মুমিত,এডভোকেট কামরুল ইসলাম,মোহাম্মদ আলাদ্দিন,সাবেক শহর সভাপতি আব্দুল্লাহ আল সুরমান।
প্রধান অথিতি তার আলোচনায় বলেন,শহীদ কখোন মৃত হয় না।শহীদরা চির জীবিত।ওসমান হাদি জীবনে অনেক বক্তব্য দিয়েছে যেগুলো আমাদের কানে ভাসে প্রতিটি বক্তব্য ছিলো দেশ প্রেম আর দেশের জন্য নিজের বিলিয়ে দেওয়া আহবান। ঠিক যেন ওসমান হাদি তার জীবনটা বিলিয়ে দিলেন দেশের জন্য।আমরা তার এই শহীদ হয়ে যাওয়া অনুপ্রেরণা নিয়ে আগামী জাতির সর্বোচ্চ চেষ্টা চালিয় যাবো।


















