শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

- আপডেট সময় ০৪:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে ‘আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২১ সেপ্টেম্বর দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের আমির মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, জমিতে উলামা ইসলাম জেলা সভাপতি জামিলুর রহমান আনসারী, এনসিপির প্রধান সমন্নয়ক ফাহাদ আলম, পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, পুজা উদযাপন পরিষদের সভাপতি আসু রঞ্জন দাস সহ অন্যন্যরা। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ইউনিয়ন পূজা মন্ডব থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
পুলিশ সুপার বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে অধীক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এআই দিয়ে তৈরী ভিডিও বা স্তির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কেই বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহবান করেন। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সেব্যাপারে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবছর মৌলভীবাজার জেলায় ১০০৮ টি সার্বজনীন মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
