শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন
- আপডেট সময় ০২:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ৫৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী রোজ শনিবার সকাল ১২:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত প্রস্তুতি সভায় সুবর্ণজয়ন্তী সুন্দর ও সফল ভাবে পালনের লক্ষে ৫৯ সদস্য বিশিষ্ঠ এক কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত সকল প্রাক্তন ছাত্র,ছাত্রীর সর্বসম্মতিক্রমে ৫৯ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সৈয়দ মুজাম্মিল আলীকে আহবায়ক ও শাহ মোহাম্মদ রাজুল আলীকে সদস্য সচিব নির্বাচিত করে উপস্থিত বিভিন্ন সালের শিক্ষার্থীদের কে কমিটিতে রেখে আহবায়ক কমিটি গঠন করা হয়।
জানাগেছে ঐতিহ্যবাহী এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৯৭৩ সালে ” এর পর থেকে এখন পর্যন্ত যত শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়ে গিয়েছেন এবং দেশে ও প্রবাসের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন সেই সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি মিলন মেলার আয়োজন করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
আর সেই আয়োজন সফল ভাবে বাস্তবায়নের লক্ষেই উক্ত প্রস্তুতি সভায় এই কমিটি গঠন করা হয়।


















