শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিল ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা
- আপডেট সময় ০২:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড সংলগ্ন দেওয়ান মঞ্জিল এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শহর শাখার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শরীফ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, সাবেক শহর সভাপতি জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, আজ আমরা যে উপহারগুলো নিয়ে এসেছি, এগুলো কোনো করুণা নয়। বরং আল্লাহ তায়ালা এই দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য এবং আল্লাহ প্রদত্ত দায়িত্ব।
তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, “তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা উচিত, যারা মানুষের কল্যাণে কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে।”









