শেরপুর উন্নয়ন পরিষদ ৫০ হাজার বৃক্ষচারা রোপণ কর্মসূচী
- আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ৩২০ বার পড়া হয়েছে
সবুজায়নের মোড়কে প্রকৃতি বিনির্মাণে মৌলভীবাজারের শেরপুর উন্নয়ন পরিষদ ৫০ হাজার বৃক্ষচারা রোপণের কর্মসূচী গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৮ মে শনিবার সকাল ১১ টায় সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। বৃক্ষচারা রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের আহবায়ক সাংবাদিক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু হোসেন মো. রওনক, এমদাদ মো. সিরাজ, আমিনূর রহমান, মো. মোশাহিদ আলী, ফজলুল হক, সদস্যসচিব তাপস কান্তি দেবনাথ, সম্মানীয় সদস্য যুক্তরাজ্য প্রবাসী এনামুল হোসেন রিবাক, সমাজসেবক তানভীর হোসেন শিপু প্রমুখ।
উল্লেখ্য, শেরপুর উন্নয়ন পরিষদ আগামী তিন বছরের মধ্যে শেরপুর এলাকা তথা খলিলপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান প্রাঙ্গণে ৫০ হাজার বৃক্ষচারা রোপণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।