শ্রীমঙ্গল আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপন

- আপডেট সময় ০২:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ২৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
বুুধবার (২৬ অক্টোবর) দুপুরে ফলজ ওবনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিনের নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপন করেন আনসার সদস্যরা।
এসময় আনসার ভিডিপি শ্রীমঙ্গলের প্রশিক্ষক রঞ্জিত বিশ্বাস,দলনেতা আহসান উল্লাহ সুমন সহ আনসার ভিডিপি শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়,২০২২-২০২৩ অর্থ বছরে এই বাহিনী সারা দেশে ৫০ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করে। আগামী ৩১ তরিখের মধ্যে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
