ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল উপ-নির্বাচনে ভাইস চেয়াম্যান লিটন আহমেদ ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ৩৮৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে হাজী মো: লিটন আহমেদ ৩৪৮ ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকাল থেকে ইভিএম এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় বিকেল ৪টা পর্যন্ত ।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) হাজী মো: লিটন আহমদ (টিউবওয়েল) প্রতিক ১২৪৬৮ভোট তার নিকটতম প্রতিদ্ধী কেশব বারই (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১২১৩৮ ভোট, অপর আরেক প্রার্থী পরিমল দাশ (বৈদ্যতিক ভাল্ব) প্রতীকে পেয়েছেন ৭২৫৩ ভোট।
ভোট কেন্দ্রগুলোতে ভোটার সমাগম কম থাকলেও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন ভোটারা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :