শ্রীমঙ্গল উপজেলায় যুব ফোরাম এর র্যালি ও মানব বন্ধন
- আপডেট সময় ০৫:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৬৪ বার পড়া হয়েছে
‘জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন, অহিংস শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় যুব ফোরাম এর র্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১৯ আগষ্ট) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম এর সদস্যরা `জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে অহিংস, বৈষম্যহীন, শান্তি-সম্প্রীতির স্বদেশ গড়ি’ এই স্লোগান কে সামনে নিয়ে র্যালি ও মানব বন্ধন এর আয়োজন করে।
র্যালিতে অংশগ্রহণ করে যুব ফোরামের সদস্য সহ চা শ্রমিক, কলেজের শিক্ষার্থী, উন্নয়ন কর্মী , ধর্মীয়নেতা সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। র্যালিটি শ্রীমঙ্গল চৌমোহনা থেকে শুরু করে কলেজ রোডে শেষ হয়।
মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলার নাগরিক প্ল্যাটফর্মের সদস্য পরিমল সিং বাড়াইক, যুব ফোরামের আহবায়ক মো. আফজাল হোসেন, কলেজ শিক্ষার্থী মো. আরিফ বকস, মসজিদের ইমাম মো. ফুরকান মিয়া এবং মৌলভী বাজার সদর উপজেলার যুব ফোরামের আহবায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভী বাজার জেলার নেতা শিপন দেব সহ অন্যান্যরা। মৌলভী বাজার জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য পরিমল সিং বাড়াইক বলেন শ্রীমঙ্গলে নানা জাতিগোষ্ঠি ও ধর্মের মানুষের বসবাস এরা সবাই এক হয়ে মিলেমিশে একসাথে থাকার অঙ্গীকার করেছেন। ইমাম মো. ফুরকান মিয়া বলেন – শান্তি সম্প্রীতি বজায় রাখতে হলে সব ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কলেজ শিক্ষার্থী মো আরিফ বকস বলেন – সব জাতি গোষ্ঠী, ধর্ম বর্ণের মানুষেরা একই রক্তে মাংসে গড়া। সকলে একটি বৈষম্যহীন, অহিংস বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন