ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল গাঁজাসহ আটক -১
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ২৯৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন চাষা (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) ভোরে সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপাঃ) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে এসআই তীর্থঙ্কর দাস, এসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল গান্ধীছড়া চা বাগানের পূর্ব লাইনের আটককৃত জীবন চাষার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। সেখানে জীবন চাষার বসতঘর তল্লাশি করে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে খাকি রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত জীবন চাষা গান্ধীছড়া চা বাগানের বালিন্দ্র চাষার ছেলে। তার থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :