ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল পৌরসভার মশক নিধন কর্মসূচি উদ্বোধন

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১৩৯ বার পড়া হয়েছে

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকার স্টেশন রোড, সোনার বাংলা রোডের মার্কেট ও দোকানের আশপাশে, বিভিন্ন কলোনিতে এবং বিভিন্ন ড্রেনে ফগার মেশিন দিয়ে মশা মারার ঔষধ ছিটানোর মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করসহ পৌরসভার ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ

ট্যাগস :