শ্রীমঙ্গল শিশু ধ*র্ষ*ণে*র ঘটনায় আটক ২
- আপডেট সময় ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে প্রতিনিধি:।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই আব্দুর রহিম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২) ও কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বও রাত ১০টায় কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের মহসিন মিয়ার বসত ঘরে গ্রেপ্তারকৃত আসামি শিপর মিয়া শিপন মিয়া শিশু ভিকটিম (১৪) কে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দয়ের করলে ধর্ষক শিপন মিয়া ও সহযোগী মহসিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।