শ্রীমঙ্গল ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ৫৮২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ শুক্কুর মিয়া(২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ২৪ মার্চ রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে শুক্কুর মিয়াকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত ২০ মার্চ শ্রীমঙ্গল থানাধীন বিরাইমপুর(কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদের ভাড়া বাসার গ্যারেজের ভেতর থেকে একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি, রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭, ইঞ্জিন নং- HA10ERH9J1252, চেসিস নং- PS1HAR145HJL01270 মোটরসাইকেলটি অজ্ঞাত লোকেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিকের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল থানার একটি টিম নিয়ে মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে কাজ শুরু করে।
গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ থানার বীরগাঁও এলাকায় আসামির বাড়ি থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত শুক্কুর মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে তার বসতবাড়ির একটি টিনশেড ঘরে তল্লাশি করে মামলার চোরাই লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এছাড়াও ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকোভার ১৫০ সিসি এবং একটি লাল রঙের ডায়াং রানার মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর মিয়া তার সহযোগীদের নিয়ে শ্রীমঙ্গল থানার মোটরসাইকেল চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)