শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন
- আপডেট সময় ০৩:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক ও বিভিন্ন দূর্যোগে উদ্ধার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামীসহ ১৬৪,১৯,৫০,৪৭২/- (একশত চৌষট্টি কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশত বায়াত্তর) টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও
৫, ৪৭,৩০,২৯২/- (পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার দুইশত বিরানব্বই) টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয় এবং ০২টি বিদেশী পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর) এর ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের ১৭টি জেলার ৫৬টি উপজেলার মোট ৯২টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিয়োজিত থাকবে। রিজিয়নের সকল বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অংগীকারবদ্ধ। আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমূখর, স্বতঃস্ফুর্ত ও নির্বিঘ্নে
সম্পন্ন হয় সেজন্য বিজিবি কর্তৃক টহল তৎপরতা, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বেইজ ক্যাম্প স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং
বর্তমানে সকল ভোটকেন্দ্র সমূহ রেকীর কার্যক্রম চলমান রয়েছে ও পর্যায়ক্রমে দ্রুততার সাথে রেকী সম্পন্ন করা হবে।
এসময় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

















