ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার, ৪ অপহরনকারী গ্রেফতার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১০৪৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে অপহৃত ২ ভিককিম উদ্ধারসহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে তাদের উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের অপহরন করে মুক্তিপন দাবী করে অপহরনকারীরা।
পুলিশ জানায়, কাজের কথা বলে সিলেট থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে দুইজনকে এনে তাদের অপহরন করে একটি বাসায় রেখে মুক্তিপন দাবী করে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাসুক মিয়া, নাসির মিয়া, মোজাক্কির আহমেদ রাফি ও মুসলিম আহমেদ রাফি আরো অজ্ঞাতনামা ২/৩ জন উদ্ধারকৃত ভিকটমদের জোর পূর্বক অপহরণ করিয়া নোহা গাড়ীতে করে শ্রীমঙ্গল শহরতলীর ইকরা মাদ্রাসার সামনে মুসলিম আহমেদ রাফির রাসায় অবৈধ ভাবে আটক করে রেখে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। একপর্যায়ে ভিকটিক সাইফুল মিয়া অপহরনকারীদের কাছে বিকাশ নম্বর চাইলে ০১৭২০২৭২৮৯৩ নাম্বারটি দেয়। এই বিকাশ নাম্বার নিয়ে ভিকটিম সাইফুলের ভাগ্নে উজ্জ্বল মিয়া শ্রীমঙ্গল থানা পুলিশকে অবগত করলে পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপপুলিশ পরিদর্শক আসাদুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় খাসগাও ইকরা মাদ্রাসার সামনে মুসলিম আহমেদ রাফির বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলো সিলেট জেলার কোতোয়ালি থানার মুন্সিপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার পুত্র মোঃ জাবেদ মিয়া, একই এলাকার অস্থায়ী বাদিন্দা ময়মনসিংহ জেলার গৌড়পুর শাইন্না পাড়া এলাকার মৃত আন্তম আলীর পুত্র সাইফুল মিয়া।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির জানান, ভিকটিম সাইফুল মিয়ার ভাগ্নে উজ্জ্বল মিয়ার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :