শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রে/ফ/তা/র
- আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৩১৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলামঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। সেই দিনের তাণ্ডব শ্রীমঙ্গলবাসী প্রত্যক্ষ করেছে। ভিডিওতে দেখা গেছে ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।


















