শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

- আপডেট সময় ০৩:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ২৭৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি মৌলভীবাজার জেলার চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উদযাপন করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন করা হয়েছে।
কমলগঞ্জ মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী করম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব কাজী নুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান (পিপিএম), শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, মনিপুরী ললিতকলা একাডেমির পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নুল আবেদীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী প্রমুখ। এছাড়াও সহ বিভিন্ন বাগানের চা শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।
