ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে গরুসহ চোর আটক

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ১৮৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাইকৃত গরুসহ দুই পেশাদার চোরকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৫মার্চ) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার কাদির মিয়া ও তাজুদ মিয়ার গোয়াল ঘর থেকে চোরাইকৃত ৪টি গরুসহ মৃত মবত মিয়ার পুত্র কাদির মিয়া (৩৬) ও মৃত মকছুদ উল্ল্যার পুত্র মোঃ তাজুদ মিয়াকে (৪৫) আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে চোরেরা পরস্পর সঙ্গোপনে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার গোয়াল ঘর হইতে ০৫ টি গরু চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানায় অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে এবং ৪টি গরু উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।
ট্যাগস :