শ্রীমঙ্গলে গাড়ির চাকায় পিষ্ট হয় মেছোবিড়ালের মৃত্যু
- আপডেট সময় ০১:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৫৩০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে এসে চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটি মেছোবিড়ালের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া ৬ নং পুল এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়ক থেকে মৃত অবস্থায় মেছোবিড়ালটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেন এর পরিচালক স্বপন দেব সজল জানান, সকাল বেলা এক রিকসা চালক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এসে খবর দেয় সড়কে মৃত অবস্থায় মেছোবিড়াল পড়ে আছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত মেছোবাবিড়ালটি উদ্ধার করেন। পরে মৃত মেছোবিড়ালটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্বপন দেব সজল আরো জানান, বনে বন্যপ্রাণীদের খবারের তীব্র সংকঠ দেখা দিয়েছে। খাবারের সন্ধ্যানে বন থেকে প্রাণীরা লোকালয়ে বেরিয়ে এসে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে।
তিনি বলেন, বনের পরিবেশ নষ্ট ও বন বিভাগের অবহেলায় বন্যপ্রাণীরা হুমকির মুখে পড়েছে।