ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৬৭টি দলিল ভূমিহীনদের মাঝে হস্তান্তর মৌলভীবাজারে বৈষম্য বিরোধী মামলায় রাজন গ্রে/ফ/তা র বিওয়াইসিএফ মৌলভীবাজার জেলা কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল বাচ্চু সভাপতি, সজল সম্পাদক নির্বাচিত আত্মহত্যা ছাড়া আমার উপায় নেই, সংবাদ সম্মেলনে পাওনাদার তুহিন আ. লীগের মন্ত্রী-এমপি পালিয়েছে কিন্তু তাদের বীজ রেখে গেছে কুলাউড়ায় জে কে গউছ মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার কুলাউড়ায় বিএনপির কাউন্সিল,৫ পদে ১৭ প্রার্থীর লড়াই শেরপুরে ঐতিহ্যের ছন্দে বৈঠার মহোৎসব নৌকাবাইছ প্রতিযোগিতা

শ্রীমঙ্গলে চা নিলামে সর্বোচ্চ দরে এমপির বাগানের চা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৬৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষের ১৩তম নিলামে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাবারী চা বাগানের গ্রীণ টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।

২৬ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা তুলে শ্রীমঙ্গল ব্রোর্কাস লিমিটেড। নিলামে সর্বোচ্চ ১১৮০ টাকা দরে চা গুলো যৌথভাবে ক্রয় করেন শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের মাস্টারটি এর স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম বুলবুল ও আলিফ টি সাপ্লাই এর স্বত্তাধিকারী মো: জুয়েল আহমদ।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর পরিচালক হেলাল আহমদ জানান, এ নিলামে ৯১ হাজার কেজি চা উঠে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা বিক্রি হয়। তিনি জানান, অকশনে সর্বোচ্চ ২৭২ টাকা কেজি দরে বিক্রি হয় ব্লাক টি। এই চা অকশনে তুলে শ্রীমঙ্গল এম আর খান চা বাগান। একই সাথে অকশনে সর্বোনিন্ম ১৩৮ টাকা কেজি দরে বিক্রি হয় পঞ্চগড়ের চা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল মাস্টার টি এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম বুলবুল জানান, সাবারী টি এর যে গ্রিণটি তিনি বুধবারের অকশনে ক্রয় করেছেন এর গুনগতমান অনেক উন্নত।

এ ব্যাপারে সাবারী টি প্লাটেশনের স্বাত্তাধিকারী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তাঁর বাগানে উন্নত জাতের দার্জিলিং ভেরাইটির চা চাষ করেছেন এবং চায়ের গুনগতমান ঠিক রাখতে প্রত্যেকটি প্রকৃয়া যথাযতভাবে পালন করেছেন। এতে গ্রীণটির পাশাপাশি তাঁর ব্ল্যাকটির মানও উন্নত। এর আগে তাঁর বাগানের চা সর্বোচ্চ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

তিনি বলেন, চা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম। তা ছাড়া দেশে এখন চা প্রধান পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর গুনগত মান ও উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন। সম্প্রতি এ শিল্প নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে দুরত্ব দেখা দিলে প্রধানমন্ত্রী উভয়ের সাথে আলোচনা করে চা শিল্পের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, যেহেতু এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম তাই সংশ্লিষ্টদের গুনগত মানের চা উৎপাদনে নজর দিতে হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে চা নিলামে সর্বোচ্চ দরে এমপির বাগানের চা

আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

বিশেষ প্রতিনিধি:  শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষের ১৩তম নিলামে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাবারী চা বাগানের গ্রীণ টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।

২৬ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা তুলে শ্রীমঙ্গল ব্রোর্কাস লিমিটেড। নিলামে সর্বোচ্চ ১১৮০ টাকা দরে চা গুলো যৌথভাবে ক্রয় করেন শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের মাস্টারটি এর স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম বুলবুল ও আলিফ টি সাপ্লাই এর স্বত্তাধিকারী মো: জুয়েল আহমদ।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর পরিচালক হেলাল আহমদ জানান, এ নিলামে ৯১ হাজার কেজি চা উঠে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা বিক্রি হয়। তিনি জানান, অকশনে সর্বোচ্চ ২৭২ টাকা কেজি দরে বিক্রি হয় ব্লাক টি। এই চা অকশনে তুলে শ্রীমঙ্গল এম আর খান চা বাগান। একই সাথে অকশনে সর্বোনিন্ম ১৩৮ টাকা কেজি দরে বিক্রি হয় পঞ্চগড়ের চা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল মাস্টার টি এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম বুলবুল জানান, সাবারী টি এর যে গ্রিণটি তিনি বুধবারের অকশনে ক্রয় করেছেন এর গুনগতমান অনেক উন্নত।

এ ব্যাপারে সাবারী টি প্লাটেশনের স্বাত্তাধিকারী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তাঁর বাগানে উন্নত জাতের দার্জিলিং ভেরাইটির চা চাষ করেছেন এবং চায়ের গুনগতমান ঠিক রাখতে প্রত্যেকটি প্রকৃয়া যথাযতভাবে পালন করেছেন। এতে গ্রীণটির পাশাপাশি তাঁর ব্ল্যাকটির মানও উন্নত। এর আগে তাঁর বাগানের চা সর্বোচ্চ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

তিনি বলেন, চা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম। তা ছাড়া দেশে এখন চা প্রধান পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর গুনগত মান ও উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন। সম্প্রতি এ শিল্প নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে দুরত্ব দেখা দিলে প্রধানমন্ত্রী উভয়ের সাথে আলোচনা করে চা শিল্পের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, যেহেতু এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম তাই সংশ্লিষ্টদের গুনগত মানের চা উৎপাদনে নজর দিতে হবে