ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গেম ও এআই দিয়ে অটিজম শনাক্তকরণ: ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’-এ সেরা ‘নিউরোনার্চার’ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা নাসের রহমানের নামে ভুয়া ফেসবুক পেজ, সতর্কবার্তা ২২ জানুয়ারির জনসভা সফল করতে আইনপুর মাঠ পরিদর্শন করলেন বিএনপির শীর্ষ নেতারা মৌলভীবাজারের শামছুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মৌলভীবাজার প্রতীকী অনশন দুর্গাপুর পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি মৌলভীবাজার ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে লন্ডনে সভা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে নারী-পুরুষ চা শ্রমিকদের নিয়ে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর ​নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” তিনি ভোটারদের সচেতন হতে এবং সঠিক যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করেন।

​শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, চা বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচনের আমেজ পৌঁছে প্রতিটি পাড়া মহল্লায় দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।
​সভায় ফুলছড়া চা বাগানের পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

আপডেট সময় ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে নারী-পুরুষ চা শ্রমিকদের নিয়ে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর ​নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” তিনি ভোটারদের সচেতন হতে এবং সঠিক যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করেন।

​শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, চা বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচনের আমেজ পৌঁছে প্রতিটি পাড়া মহল্লায় দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।
​সভায় ফুলছড়া চা বাগানের পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।