ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন শীর্ষক কর্মশালা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ২১২ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তদের অধীনে “পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন (পিবিজিএসআই)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৫ মে) শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এমপি।
পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(PBGSI) স্কিমের উদ্দেশ্য, স্কিমের অধীনে বিভিন্ন পুরস্কার, অনুদান বিষয়ে অবহিতকরণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন সভাপতিত্বে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :