শ্রীমঙ্গলে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও উপকারভোগীদের মাঝে খতিয়ান হস্তান্তর
- আপডেট সময় ০৯:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
প্রধান অতিথির বক্তব্যে অর্ধেন্দু কুমার দেব বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ ও এ সংক্রান্ত সকল সেবা সহজলভ্য করতে এবং ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সেবা প্রদানের অনুরোধ করেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।
আলোচনা সভা শেষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ১৪৭ জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে ২ শতক জায়গার খতিয়ান হস্তান্তর করা হয়।