ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে যোগাযোগ ও সহায়তাকরণ দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ২৫৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধি: মেলভীবাজারের শ্রীমঙ্গলে যোগাযোগ ও সহায়তাকরণ দক্ষতা বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল ব্রাক ট্রেনিং সেন্টারে এডুকো বাংলাদেশ এর আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম।
এসময় প্রশিক্ষণের প্রশিক্ষক জমিল মোস্তাক, এমসিডার প্রজেক্ট অফিসার নাসির আহমদ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় আইডিয়া, বিটিএস, প্রচেষ্টা, এমসিডা উন্নয়ন সংস্থা ও প্রজেক্টের সহায়করা অংশ গ্রহন করবেন।
সাপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ৩টি ব্যাচে ৩২জন করে মোট ৯৬জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২২ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্টিত হবে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :