শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৩দিনব্যাপী অমর একুশে বই মেলা
- আপডেট সময় ০৭:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯১ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এই বই মেলার উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে, শিক্ষক জহর তরপদার ও দেবাশীষ চৌধুরী রাজার যৌথ সঞ্চালনা বই মেলার শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, ডা. হরিপদ রায়, অধ্যাপক অবিনাশ আচার্য, এসকেডি আমার বাড়ি এর স্বত্বাধিকারি সজল দাস, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম। ৩দিনব্যাপী বই মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ- গোষ্টিদের নিজস্ব কৃষ্টি প্রদর্শন ও পরিবেশন করা হবে। মেলায় ২০টি স্টল অংশ নেয়।