শ্রীমঙ্গলে সমলয়ে চাষাবাদ প্রদর্শনী ও রোপা আমন কর্তন উদ্বোধন
- আপডেট সময় ১১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৫০১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিপ-২ ২০২৩-২৪ মৌসুমের ব্লক প্রদর্শনী ও রোপা আমন ধানের সমলয়ে চাষাবাদ করা শস্য কর্তন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর বøক প্রদর্শনী ও কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় আধুনিক কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা উদ্বোধন করেন মৌরভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কৃষি অফিসের আয়োজনে ধান কাটা উদ্বোন অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন।


















