শ্রীমঙ্গলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য রিষদের গণ-অনশন
- আপডেট সময় ১২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ৫৭৫ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়নের দাবি জানিয়ে পরিষদের কেন্দ্রী কমিটির ঘোষিত কর্মসূরি অংশ হিসেবে সকাল সন্ধ্যা গণ-অনশন পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীশ্রীসার্বজনীন দুর্গাবাড়ি অঙ্গনে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্যবিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যবর্তণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ নির্বাচনী প্রতিশ্রæতি ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে গণ-অনশন কর্মসূচিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা অংশ নেন।