ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই – আহবায়ক ময়ুন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় না করার আহবান বিএনপির সিমেন্ট ও লৌহ জাত দ্রব্য ব্যবসায়ীদের সমিতির সভাপতি নির্বাচিত হলেন শাহিন মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাস্থ্য কর্ড বিতরণ সংক্ষিত সফরে কাতার গেলেন মাওলানা আহমদ বেলাল বেগম জিয়া দেশে আসার পরপরই রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হয়ে যাবে আপার কাগাবলা ইউনিয়নে বিএনপির নির্বাচন অনুষ্ঠিত চারটি প্রদেশের যে প্রস্তাবনা করা হয় তা সিলেট অঞ্চলের মানুষের প্রতি চরম বৈষ্যমের বহিঃ প্রকাশ ঘটেছে এমন সিদ্ধান্তের প্রতিবাদে মত বিনিময় সভা নিজের জমির ধান নিজেই কাটছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলভীবাজারে ইমাম সমিতির মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৭৭৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সরে দাঁড়িয়েছেন।

দলীয় প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে সমর্থন দিয়ে তিনি রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহা রের আবেদন জমা দেন।

এ সময় তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোন আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব মনোনয়নপত্র জমা দেন।

ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে আছেন ড. মোমেন।

সিলেট-১ আসন থেকে বাকি যেসব দলের প্রার্থী তাদের কারোই কোন সাংগঠনিক ভিত নেই। আসনটি থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম বাবুল। কিন্তু তিনি ড. মোমেনের প্রতি সম্মান জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি।

বাবুল দলের কাছে সিলেট-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে সিলেট-৩ না দিয়ে সিলেট-১ আসনের মনোনয়ন দিয়েছিল। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র জমাই দেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ

আপডেট সময় ০২:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সরে দাঁড়িয়েছেন।

দলীয় প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে সমর্থন দিয়ে তিনি রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহা রের আবেদন জমা দেন।

এ সময় তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোন আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব মনোনয়নপত্র জমা দেন।

ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে আছেন ড. মোমেন।

সিলেট-১ আসন থেকে বাকি যেসব দলের প্রার্থী তাদের কারোই কোন সাংগঠনিক ভিত নেই। আসনটি থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম বাবুল। কিন্তু তিনি ড. মোমেনের প্রতি সম্মান জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি।

বাবুল দলের কাছে সিলেট-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে সিলেট-৩ না দিয়ে সিলেট-১ আসনের মনোনয়ন দিয়েছিল। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র জমাই দেননি।