ব্রেকিং নিউজ
সকল প্রকার সহিংসতার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দেশ ব্যাপী শিশু ও নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং সকল প্রকার সহিংসতার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা প্রেসক্লাব চত্বরে আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য প্রদান করেন জেলা নাগরিক কমিটির সদস্য অপরাজিতা রায়, জলি পাল, এহসানা চৌধুরী।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা।
ট্যাগস :


















