ব্রেকিং নিউজ
সন্ধ্যার মধ্যেই মৌলভীবাজারের কোরবানীর বর্জ্য অপসারণ

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ৪৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক॥ পবিত্র ঈদুল আযহায় পৌর শহরবাসীর কারবানীর বর্জ্য পরিস্কারে নেমেছে মৌলভীবাজার পৌরসভা।
সোমবার (১৭ জুন) সন্ধ্যার মধ্যেই পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তা ও বাসায় পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
বর্জ্য অপসারণের সার্বিক কাজ তদারকি করছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
তিনি জানান, কোরবানীর বর্জ্য পরিস্কারের কাজ অন্যান্য বারের মতো এবারো সন্ধ্যা ৬টার মধ্যে সকল বর্জ্য পরিস্কার করা হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার প্রায় শতাধিক জন পরিচ্ছন্নতা কর্মী কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। বজ্য অপসারণে ১২টি ট্রাক রয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা এই কাজে সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগস :