ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার আন্তর্জাতিক শান্তি দিবস পালিত সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আবারও ভূমিকম্প অনুভূত মৌলভীবাজারে বিশ্ব পরিষ্কার দিবসে শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন সভাপতি অলিউর সম্পাদক মনোয়ার সাংগঠনিক সম্পাদক রেজাউল নির্বাচিত আখাইলকুড়া ইউ পি আল ইসলাহ’র ঈদে মিলাদুন্নবী সা. র‍্যালী ও আলোচনা সভা কেন আলোচনার টেবিল থেকে হঠাৎ করে রাজপথে যাওয়ার প্রয়োজন হলো মৌলভীবাজারে পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে ডা: এ জেড এম জাহিদ শমশেরনগর ফেন্সিডিলসহ আটক-১ লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মৃ/ত/দে/হ উদ্ধার

সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের বাগানবাড়িতে গিয়ে তারা নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ শেষে সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু বলেন, অতীতের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। জেলা বিএনপির অভিভাবক এম নাসের রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে কাজ করা হবে। ধানের শীষের প্রার্থীর পক্ষে থেকে বিজয় নিশ্চিত করে আসনটি উপহার দেওয়া হবে।

সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, সাবেক এমপি এম নাসের রহমান নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কুলাউড়া বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করাই হবে সবার প্রধান দায়িত্ব।

সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু জানান, পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের স্থান দেওয়ার ওপর জোর দিয়েছেন নাসের রহমান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

অভিনন্দন জানিয়ে এম নাসের রহমান বলেন, নবনির্বাচিত নেতারা অতীতের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি, তৃণমূল নেতাকর্মীরাই দলের চালিকাশক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নতুন কমিটি কুলাউড়ায় বিএনপিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে।”

তিনি নেতাদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১১:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের বাগানবাড়িতে গিয়ে তারা নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ শেষে সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু বলেন, অতীতের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। জেলা বিএনপির অভিভাবক এম নাসের রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে কাজ করা হবে। ধানের শীষের প্রার্থীর পক্ষে থেকে বিজয় নিশ্চিত করে আসনটি উপহার দেওয়া হবে।

সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, সাবেক এমপি এম নাসের রহমান নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কুলাউড়া বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করাই হবে সবার প্রধান দায়িত্ব।

সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু জানান, পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের স্থান দেওয়ার ওপর জোর দিয়েছেন নাসের রহমান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

অভিনন্দন জানিয়ে এম নাসের রহমান বলেন, নবনির্বাচিত নেতারা অতীতের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি, তৃণমূল নেতাকর্মীরাই দলের চালিকাশক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নতুন কমিটি কুলাউড়ায় বিএনপিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে।”

তিনি নেতাদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।