সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার সেরা থানা সদর

- আপডেট সময় ০৩:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।
এছাড়া সিলেট রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর কোর্টের রফিকুল ইসলাম।
এর পাশাপাশি রেঞ্জের সেরা এসআই নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস।
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়।
