সুনামগঞ্জ ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দুই নারীসহ ৬ জনের মৃ-ত্যু

- আপডেট সময় ০২:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ২১৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
